ব্রাহ্মণবাড়িয়ার শিশু অপহরণ চেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় সাইফুল ইসলাম শ্রাবন নামে ৫ বছরের এক শিশুকে অপহরণ চেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে পরিবারের লোকজন। গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে সাইফুল ইসলামের বাবা নুরুল ইসলাম অভিযোগ করেন পূর্ব বিরোধের জের ধরে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তার শিশু সন্তানকে অপহরনেরর চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তারা অভিলম্বে অপহরণের চেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবী জানায়।