ব্রাহ্মণবাড়িয়াবাসীকে নিজের পরিবারের সদস্য মনে করি
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে তৃতীয়বার বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,মানুষের কল্যানেই আমি আমার জীবনের একমাত্র ব্রত হিসেবে নিয়েছি। আমাকে পুনরায় নির্বাচিত করে যে অকৃিত্রম ভালোবাসার বন্ধনে বেঁধেছেন, তার প্রতিদান দেবার সাধ্য হয়তো আমার নেই। ব্রাহ্মণবাড়িয়াবাসীকে নিজের পরিবারের সদস্য মনে করি, আপনাদের ভালোবাসার কাছে আমি ঋনী, আমি কৃতজ্ঞ। আমাদের নতুন বছরের অঙ্গীকার হবে নির্বাচনের মাধ্যমে আমাদের যে, ভুল-ভ্রান্তি ও সাংগঠনিক দুর্বলতা বুঝতে পেরেছি তা কাটিয়ে উঠা।
তিনি বুধবার দিনব্যাপী সদর উপজেলার রামরাইল, নাটাই দক্ষিণ, নাটাই উত্তর, সাদেকপুর, তালশহর পূর্ব ইউনিয়নে সাধারন জনগন ও দলীয় নেতা-কর্মীদের সাথে পৃথক পৃথক ভাবে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।
এ সময় মোকতাদির চৌধুরী এমপি জনগন ও দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ১৯৭০ ও ৫৪ সালের মতো গণজোয়ারের প্রতিফলন ঘটেছে।
তিনি আরো বলেন দেশের অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে আওয়ামী লীগ অনেক বেশি অগ্রসর ও অনেক বেশি পারদর্শী। গত ১০ বছরে তা প্রমাণ করে দিয়েছে। তিনি বলেন বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। তাই উন্নয়নের চাকা আরও বেগবান রাখতে জনগণ আওয়ামী লীগকে ফের ভোট দিয়ে নির্বাচিত করেছে।
তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করে বলেন আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে সব সময় আপনাদের পাশে থাকতে পারি। কোন অপশক্তি যাতে আমাদের উন্নয়ন, অগ্রগতি বাধাগ্রস্থ না করতে পারে, আমরা কোন অপশক্তিকে অামাদের প্রান প্রিয় এলাকার মাটিতে ঠাঁই দিবো না। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবো।
নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সহ সভাপতি তাজ মো ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু,সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহাবুবুল আলম খোকন,শাহ আলম সরকার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড.তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার,জেলা পরিষদের মেম্বার বাবুল মিয়া, রামরাইল ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন,নাটাই দক্ষিণ ইউপি চেয়ারম্যান নামজুল হক, সাদেকপুর আ.লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হাই, তালশহর পূর্ব এনামুল হক ওসমান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহানূর ইসলাম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস,সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের, সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা,জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সহ সাধারন জনগন ও স্থানীয় আওয়ামীলীগ অংঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।