ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম পদকে ভূষিত
‘বাংলাদেশ পুলিশ মেডেল’ পেলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।
“পুলিশ সপ্তাহ ২০১৯” উপলক্ষে গতকাল ৪ ফেব্রুয়ারি সোমবার ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সেবা মূলক কর্মকান্ডের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম, পিপিএম’কে বাংলাদেশ পুলিশের সর্ব্বোচ রাষ্ট্রীয় পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতোপূর্বে তিনি কর্ম জীবনে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা, সেবা প্রদান ও সততার জন্য রাষ্ট্রিয় পদক বিপিএম ও পিপিএম পদকে ভূষিত হয়েছেন।
উল্লেখ্য, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম গত ২০১৮ ইং সনের ২৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।