বুধল ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 1

২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ বুধবার বুধল ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সুশাসন প্রতিষ্ঠা ও ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। সভাপতির বক্তব্যে বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক বলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ জনসাধারণের সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে নির্বাচিত হয়েছেন। তাই নির্বাচিত ইউপি সদস্যদের তাদের কর্মকান্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন বুধল ইউনিয়ন পরিষদের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। তিনি বুধল ইউনিয়নের সীমাবদ্ধতা উল্লেখ করে বলেন আয়তনে ছোট হলেও জনসংখ্যা বেশি এবং দরিদ্র জনসংখ্যা তুলনামূলক বেশি। কিন্তু দরিদ্র জনসংখ্যার তুলনায় বুধল ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা কর্মসূচী এবং উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ তুলনামূলক কম। তিনি ইউনিয়নের সীমাবদ্ধতাগুলো স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছে উত্থাপনের জন্য সনাক ও টিআইবি’র সহযোগিতা কামনা করেন এবং ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাদিহিতা এবং সেবার মান উন্নয়নে সনাক ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক প্রদত্ত সুপারিশ বাস্তাবায়নে প্রতিশ্রুতি প্রদান করেন।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার বিষয়ক উপ কমিটির আহ্বায়ক জনাব আবদুন নূর। স্বাগত বক্তব্যে তিনি বলেন ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং জনসাধারণের নিকটতম প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ যেহেতু জনসাধারণের ভোটে নির্বাচিত তাই নাগরিকদের সেবা প্রদানে ইউপি সদস্যদের জবাবদিহিতা রয়েছে। তিনি বলেন ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিগুলোকে কার্যকর হওয়া প্রয়োজন এবং ইউনিয়ন পরিষদের কর্মকান্ডে নির্বাচিত প্রতিনিধি ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সুন্দর ইউনিয়ন পরিষদ গড়ে তোলা সম্ভব। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন ইউপি সদস্য জনাব আব্দুল হাকিম।
মতবিনিময় সভায় সনাক ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির (স্ট্যান্ডিং কমিটি) সক্রিয়তা ও সিদ্ধান্ত প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ, ইউনিয়ন পরিষদে সেবার ফি’র তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, অভিযোগ দায়ের প্রক্রিয়া কার্যকর করা ও অভিযোগ নিরসন কমিটি গঠন, উপকারভোগী নির্বাচনের শর্তাবলী দৃশ্যমান স্থানে প্রদর্শন, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্য আেেবদন নথিভুক্ত করা এবং তথ্য প্রদান ইত্যাদি সুপারিশসমূহ প্রদান করে। প্রেস বিজ্ঞপ্তি

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares