প্রচারণায় ব্যস্ত নৌকা প্রার্থীর স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুন
ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী,বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর স্ত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহা পরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে স্বামীর পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন,দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
প্রফেসর ফাহিমা খাতুন সকাল থেকে রাত পর্যন্ত ভোটারের বাড়ি বাড়ি গিয়ে স্বামীকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে ভোট প্রার্থণা করছেন। পাশাপাশি গণসংযোগ, পথসভায়, নারী সমাবেশ নিয়ে ব্যস্ত। বিশেষ করে নারী ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তিনি। নারী কর্মীদের সঙ্গে নিয়ে তাঁরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। একজন ভালো বক্তা হওয়ায় তিনি নারীদের দৃষ্টি আকর্ষণেও সক্ষম হচ্ছেন।গণসংযোগ চলাকালে তাঁরা লিফলেটও বিতরণ করে যাচ্ছেন।