পৌর নির্বাচেন এখন পর্যন্ত ৪৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে রিটানিং কর্মকর্তার নিকট আজ সোমার দুপুর পর্যন্ত আওলামীলীগ-বিএনপির প্রার্থীসহ ৪৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীর মেনানয়ন পত্র দাখিল করেন। দুপুর সাড়ে ১২টায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির মনোনোয়ন পত্র দাখিল করেছে। এর মধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৬ জন এবং ১২ টি ওয়ার্ডে ৩৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা বশিরুল হক ভূইয়া জানান, বিকেল পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেয়া হবে।