পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর নগরী গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের:: মেয়র মোঃ হেলাল উদ্দিন

0 2

20151223_120636ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার “নগর সমন্বয় কমিটি” টিএলসিসির এক সভা গতকাল বুধবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন। সভায় মেয়র বলেন পৌরসভার উন্নয়নে রাস্তা নির্মাণ ও সংস্কার, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন অবকাঠামো নির্মাণ সহ পৌরসভার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এসব সমস্যা সমাধান সহ বিভিন্ন বিষয়ে টিএলসিসির সম্মানিত সদস্যদের মতামত পৌরসভার উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। এসব কাজে টিএলসিসির সদস্যদের অংশ গ্রহন পৌর প্রশাসনিক কাজে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে। বক্তব্যে তিনি আরো বলেন এই শহর আমাদের আপনাদের সকলের। আমরা একদিন থাকবো না। আমাদের পরবর্তী প্রজন্ম এই শহরে বাস করবে। তাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর নগরী গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। তাই আমাদের এই শহরকে একটি সুন্দর পরিচ্ছন্ন আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন শুধু মাত্র জনমানুষের সচেতনতাই পারে আমাদের এই শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে। তাই পৌর সম্পদ রক্ষণা বেক্ষণ ও শহর পরিচ্ছন্নতা রক্ষায় সকল পৌরবাকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি এ সমস্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে

পৌর কাউন্সিলর ও টিএলসিসির সদস্যদের প্রতি আহবান জানান। সভায় পৌরসভার অনান্য কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা বৃন্দ ও টিএলসিসির সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares