নির্মাণ কাজের সঠিক গুনগত মান বজায় রাখতে হবে ———– পৌর মেয়র নায়ার কবির
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির বলেছেন , এই সড়কটি দীর্ঘদিন সংস্কার থেকে বঞ্চিত ছিল। আমার দায়িত্বভার গ্রহণের পরেই এই সড়ককে সংস্কার করার জন্য স্থানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রথম দরপত্র আহবান করি। এই সড়কটি শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। তাই নির্মাণ কাজের সঠিক গুনগত মান বজায় রাখতে হবে।
২৩ মার্চ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা রোডের কার্পেটিং কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মুফতি মকবুল হোসেন, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিল মিয়া, সাধারণ সম্পাদক মাশুক মিয়া, বিশিষ্ট সমাজসেবক নাজমুল হক সেরিন, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা হেলাল উদ্দিন, মনির হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।