নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে পর্যায়ক্রমে সকল এলাকায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন

0 1

tofayelডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। তিনি বলেন সরকারের বিভিন্ন প্রকল্পের সহায়তা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাও নারীদের অধিকার ও মর্যাদা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহন করে আসছে। বক্তব্যে তিনি আরো বলেন পৌরসভার অবহেলিত নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে পর্যায়ক্রমে সকল এলাকায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি পৌরসভার সকল অবকাঠামো ব্যবহারে সচেতন ও এসব রক্ষণা বেক্ষণ করতে সকলের প্রতি আহবান জানান।

মেয়র গতকাল বিকালে গোর্কণঘাট উত্তরপাড়ায় অনুুষ্ঠিত এলাকার তৃনমূল নারীদের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ডিজিটাল এবং নারীবান্ধব পৌরসভা গঠনে জন্য চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় সকলের দোয়া সহযোগিতা কামন করেন।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত। ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ডাঃ মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুছ মিয়া, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান। সভায় সভাপত্বি করেন গোর্কণঘাট এসআইসির সভাপতি রেহেনা বেগম। সভা পরিচালনা করেন ফারহানা তাহির। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মন মিয়া, এলেম খাঁ, হামদু মিয়া. মালেক মিয়া, লুহু মিয়া, দানু মিয়া, নজির মিয়া, রতন রায়, ইউনুছ মিয়া, ডা. মোঃ মিজানুর রহমান, হিলু মিয়া, খায়ের মিয়া, মলাই মিয়া, কামাল মিয়া, হিরণ মিয়া, ইদন মিয়া, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, বশির সরকার, এরশাদ মিয়া, যুব মহিলা লীগ নেত্রী ঝুমা বেগম, রানু বেগম, মাসুমা বেগম, রোকয়ো বেগম, আমেনা বেগম, নুরজাহান বেগম প্রমুখ।প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares