নিখোঁজ হবার পর দুপুরে বাড়ির পাঁচ শ’ গজ দূরেই লাশ মিলল শিশুকন্যার লাশ

0 3

সকালে নিখোঁজ হবার পর দুপুরে বাড়ির পাঁচ শ’ গজ দূরেই লাশ মিলল ব্রাহ্মণবাড়িয়ার হালিমা আক্তার (০৩) নামে এক শিশুকন্যার।

আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে পৌরশহরের ভাদুঘর গ্রামের ভূইয়াপাড়ার একটি বহুতল ভবনের পাশ থেকে উক্ত কন্যাশিশুর লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত হালিমা ভাদুঘর গ্রামের মুন্সিপাড়ার আমির হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক জানান, সকাল সাড়ে ৮টার দিকে নাস্তা খেয়ে ঘর থেকে বের হওয়ার পর হালিমাকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে হালিমার পরিবার জানতে পারে তাদের বাড়ি থেকে ৫শ’ গজ দূরবর্তী দুইটি বহুতল ভবনের মধ্যবর্তী স্থানে হালিমার লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

তিনি জানান, নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রাখা হয়েছে। তবে কেন বা কী কারণে শিশু হালিমার মৃত্যু হয়েছে তা তদন্তের পর জানা যাবে। লাশটি ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares