নায়ার কবীর বিজয়ী হতে পারলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে —বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

1 2

al_mamunআসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ১ ও ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভা গতকাল শনিবার সন্ধ্যায় মেড্ডা উপজেলা কমপ্লেক্সে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান মলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নায়ার কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মিনারা আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার, উপদপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহনূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীমা মুজিব, রুনাক সুলতানা পারভীন, জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ্, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খান প্রমুখ। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আবেদুর রহমান দেওয়ান, হাজী জয়নাল আবেদীন, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন আলাল, উপদেষ্টা ফুল মিয়া ভূইয়া, জেলা যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া আক্তার, সাধারণ সম্পাদক আলম তারা দুলি, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, জেলা কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর ছাদেকুর রহমান শরিফ, সাবেক সভাপতি শাহ আলম, জেলা ট্রাক মালিক গ্র“পের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, আওয়ামীলীগ নেতা জামাল মিয়া, আতাউর রহমান আতা, মোঃ সফর, কাউন্সিলর প্রার্থী আবুল বাশার, কামাল মিয়া, মাসুদুর রহমান ওয়াসিম, শেখ মাহফুজ, হোসনে আরা বাবুল, তাহমিনা আক্তার পান্না, জুমা আক্তার প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে নায়ার কবীরকে নৌকা প্রতীকের বিজয়ী করতে হবে। তাই আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের আগামী ২০ মার্চ পৌরসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাধে কাধ মিলিয়ে নির্বাচনী কাজে ঝাপিয়ে পড়তে হবে। তিনি এ সময় আরো বলেন, নায়ার কবীর বিজয়ী হতে পারলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
শুভেচ্ছা বক্ত্যবে মেয়র প্রার্থী নায়ার কবীর বলেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হতে চাই। আপনারা আমাকে আগামী ২০ মার্চ নৌকা প্রতীকে ভোট দিয়ে সার্বিক সহযোগিতা করুন। আমি হতে পারলে আপনাদের পরামর্শ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিক করব।প্রেস রিলিজ

1 টি মন্তব্য
  1. md mahmud বলেছেন

    আমরা চাই কবির ভাই জয় লাভ করুক । এতে আমাদের এলাকার উন্নয়ন হবে ইনশাআল্লাহ্‌ ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares