নারীর ক্ষমতায়ণ শীর্ষক” মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 2
তিতাসপাড়ের কৃতি কন্যা দেশবরেণ্য শিক্ষাবিদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সুযোগ্য সহধর্মিণী প্রফেসর ফাহিমা খাতুন বলেছেন, আওয়ামীলীগ সরকার নারীর ক্ষমতায়নে ব্যাপক কাজ করেছেন। আওয়ামী লীগ সরকার নারীবান্ধব সরকার। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নারীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন স্থানে পদায়ন করেছেন।
শুক্রবার (০৭ ডিসেম্বর) বিকেল ৪টায় পৌর অাদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়া মহিলা অাওয়ামী লীগ অায়োজিত “নারীর ক্ষমতায়ণ শীর্ষক” মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, মহিলা আওয়ামীলীগ নেত্রী শামীমা মুজিব।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার নারীরা উপস্থিত ছিলেন।

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares