ধানের শীষের পক্ষে নির্বাচনী যুদ্ধে ঝাপিয়ে পড়ুন..-মো: জহিরুল হক খোকন জহির

0 4

khokanjahir
পুরোনো ছবি

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে বিএনপির অন্যতম জনপ্রিয় শক্তিশালি মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির অদ্য বিকেলে ঢাকা থেকে আগমন উপলক্ষে দলের নেতাকর্মীরা তাৎক্ষনিকভাবে পাওয়ার হাউস রোডে মুহর্মুহ স্লোগান সহ কালীবাড়ী মোড় থেকে বরণ করে নেয়। মিছিল শেষে দীঘির পাড় মোড়ে পৌর বিএনপির সভাপতি এড. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির তিনি সমবেত নেতাকমীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে উদ্ধাত্ত আহ্বান জানিয়ে বলেন, দলের ভিতর কোন প্রকার মতানৈক্য নেই। সবাই এক এবং ঐক্যবদ্ধ, সকলেই বাংলাদেশী জাতীয়তাবাদের ঐক্যের প্রতিক ধানের শীষের পক্ষে নির্বাচনী যুদ্ধে মনপ্রাণ দিয়ে ঝাপিয়ে পড়ার জন্য তিনি জোড়ালো আহ্বান জানান।
পাশাপাশি নির্বাচনী মাঠ থেকে বিএনপির সাহসী ও দক্ষ নেতাকর্মীদের নির্বিচারে বেছে বেছে গ্রেফতার করে নির্বাচনী মাঠ নেতাকর্মী শূন্য করে সরকার দলীয় প্রার্থীর পক্ষে এক তরফা সুযোগ সৃষ্টির জন্যই এই গ্রেফতার। গ্রেফতারকৃতদের ১১, ১২ তারিখের আওয়ামীলীগ, মাদ্রাসা ছাত্র ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ফরমায়েশী মামলায় তাদের গ্রেফতার দেখানো হচ্ছে। সারা ব্রাহ্মণবাড়িয়াবাসী জানে ১১ ও ১২ই জানুয়ারীর ঘটনায় বিএনপি নেতাকর্মীদের কোন প্রকার সংশ্লিষ্টতা ছিলনা। যা ফলাওভাবে জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয়েছিল। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী করেন পাশাপাশি পুলিশি হয়রানি বন্ধ করে নির্বাচনী পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার খোকন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোবারক মুন্সী, মো: নজির উদ্দিন আহমেদ, আবু শামীম মো: আরিফ, স্মৃতি, মো: আলমগীর, এড. আলী আজম, মো: সাদেক, কাউছার কমিশনার, জিয়াউদ্দিন মুন্সী আঙ্গুর, এড. আব্দুর রহিম গোলাপ, বুলবুল আহমেদ মুসা, এড. আরিফুল হক মাসুদ, শামীম মোল্লা, দেলোয়ার হোসেন দিলিপ, আজহার হোসেন চৌধুরী দিদার, শেখ মো: হাফিজুল্লাহ, জালাল, মন্টু, সেন্টু, মোল্লা সালাউদ্দিন, মোকারম হোসেন আদি প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares