ধর্মের নামে যারা ধবংসাত্মক কাজ করেছে তারা প্রকৃত মুসলমান নয় :: নৌ-পরিবহন মন্ত্রী

0 2

Brahmanbaria now montri Photo
ব্রাহ্মণবাড়িয়ায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নৌ-পরিবহন মন্ত্রী এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গনবিচার আন্দোলনের আহবায়ক মোঃ শাহজাহান খান এমপি। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের হল রুমে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ছাড় দেয়ার কোন সুযোগ নেই। ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হবে। দোষীদেরকে বিচারের আওতায় আনা হবে। ধর্মের নামে যারা এসব ধবংসাত্মক কাজ করেছে তারা প্রকৃত মুসলমান নয়, তারা ভন্ড। এসময় উপস্থিত ছিলেন আন্তজাতিক যুদ্ধাপরাধ গনবিচার আন্দোলনের সদস্য সচিব কামাল পাশা, ইসমত কাদির গামা, রোকেয়া প্রাচী, তারেক মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা তাজ মোঃ ইয়াসীন, নারী নেত্রী নায়ার কবির। এরআগে মন্ত্রী জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদকে নিয়ে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সহ ক্ষতিগ্রস্থ বভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares