দিপ্ত মোদক পিতা দিলীপ মোদকের পরলোকগমণ

0 1

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রশিক্ষক চিত্রশিল্পী ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দিপ্ত মোদকের পিতা দিলীপ মোদক (৬১) গতকাল রোববার সকালে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ে পরলোক গমণ করেছেন (দ্বিব্যান লোকান্ স্ব গচ্ছাতু)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে মেড্ডাস্থ শ্মশানে তাঁহার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রয়াতের আত্মার শান্তি ও সৎগতি কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবৎ লিভারজনিত রোগে ভোগছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares