দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত

0 2

bb 17-12-15

বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের সহযোগিতা এবং নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। এ সময় প্রধান অতিথি ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল হক খান প্রমুখ। শীতকালীন হরেক রকমের পিঠার পসরা নিয়ে মেলায় ১৭টি স্টল অংশ নিয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে, পিঠা উৎসবের মাধ্যমে বাঙ্গালী ঐতিহ্যকে ফিরিয়ে আনার আহবান জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares