ডিএফপি এবং গনযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবদুর রহমান আর নেই

0 1

তথ্য মন্ত্রনালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এবং গনযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবদুর রহমান আর নেই (ইন্নালিল্লাহে…রাজিউন)। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ সকাল ১০ টায় মরহুমের প্রথম নামাজে জানাযা ঢাকার মোহাম্মদপুরে তিতাস সিম্ফনীতে অনুষ্ঠিত হয়েছে।

বাদ আছর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে দ্বিতীয় দফা নামাজে জানাযা শেষে তাকে সেখানে দাফন করা হবে। তার পিতা আবদুর রউফ পূর্ব পাকিস্তান সরকারের ডাইরেক্টর অব ফিজিক্যাল এডুকেশন ছিলেন। আব্দুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ভগ্নিপতি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares