জেলা ১৪ দলের সভায় মেয়র প্রার্থী নায়ার কবীরকে অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন

0 2

14 dolপ্রেস বিজ্ঞপ্তি   | :: জেলা ১৪ দলের সভা গতকাল শনিবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি- জামাত জোটের নেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহীদানকে কটাক্ষের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল কর্তৃক আগামী ২৪ ফেব্র“য়ারি আহুত মানববন্ধন কর্মসূচী বিকাল ৪টায় প্রেসক্লাব প্রাঙ্গণে ব্যাপকভাবে সফল করার সিদ্ধান্ত গ্রহণক্রমে মুক্তিযুদ্ধের চেতনাসিক্ত সর্বস্তরের জনগণকে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণের আহবান জানানো হয়। এছাড়াও আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বিশিষ্ট নারীনেত্রী নায়ার কবীরকে ১৪ দলের ওয়ার্কার্স পার্টি ব্যতিত অন্যান্য দলের পক্ষ থেকে অকুন্ঠ সমর্থন জানিয়ে সকল নেতাকর্মীকে তাঁর পক্ষে কাজ করার আহবান জানিয়ে জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডঃ আখতার হোসেন সাঈদকে আহবায়ক এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, জাসদ নেতা অ্যাডঃ নজরুল ইসলাম, ইয়াকুব আলী মাষ্টার, ন্যাপ’র নেতা অ্যাডঃ শফিকুর রহমানকে সদস্য করে পৌর নির্বাচন প্রচার কমিটি গঠন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ ১৪ দলের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares