জেলা মহিলাদলের উদ্যোগে মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচির পক্ষে মতবিনিময় সভা

0 0

SAM_5707
জেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির মৌড়ালস্থ বাসভবনে জেলা মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভানেত্রী এডঃ ইসমতআরার সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিমের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সহ-সভাপতি এডঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক এডঃ আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান শাহীন, শামীমা বাসির স্মৃতি, হোসপিয়ারা, সামছুন্নাহার, মিনারা বেগম, মাহমুদা মনছুর, আয়েশা আক্তার প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী আজ্জম, এডঃ মাসুদ, জেলা যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন, এডঃ আব্দুর রহিম গোলাপ, তানিম সাহেদ রিপন, আরিফুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামীম মোল্লা, এডঃ জেসমিন আক্তার, দেলোয়ারা কবির, লাভলী আক্তার, পাপীয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি আধুনিক পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচিকে ২০শে মার্চ অনুষ্ঠিত পৌর নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। দলের সকলকে এক পরিবারের সদস্য হিসেবে কাজ করার উদাত্ত্ব আহ্বান জানান। পাশাপাশি মহিলা দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেয়ে ভোটারদের উদ্ভুদ্ধ করার আহ্বান জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares