জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0 1

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনির কামালের আদালত এ পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৬ জানুয়ারীর বিস্ফোরক আইনের একটি মামলায় পুলিশি প্রতিবেদনের প্রেক্ষিতে শুনানি দিন ছিল ২০১৮ সালের ৭জানুয়ারী। সে দিন আসামীরা আদালতে হাজির না হওয়ায় পুনরায় ৬ ফেব্রুয়ারী ২০১৭ শুনানীর দিন ধার্য করে। সোমবারও আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় আদালত জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া শহরের কালিবাড়ি মোড়, তোফায়েল আজম এলাকাসহ বিভিন্নস্থানে পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares