জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ঐক্যজোটের মানববন্ধন

0 1

 জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ইসলামী ঐক্যজোট। সদর উপজেলা শাখার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামি ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ আলআমিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মেহেদী হাসান, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন কাসেমী, সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক  হাফেজ মাওলানা কাওসার মোল্লা, কেন্দ্রীয় ইসলামী ছাত্র খেলাফতের সদস্য ইহসাক আল মামুন প্রমুখ।

 পরিচালনা করেন জেলা ছাত্র খেলাফতের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নিয়ামুল।

এ সময় বক্তারা বলেন, জেরুজালেমে মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মোকাদ্দাস রয়েছে। কোনও অবস্থাতেই এই পবিত্র নগরীকে মুসলমানরা হাতছাড়া হতে দেবে না। ট্রাম্পকে অবিলম্বে এই বিদ্বেষী ঘোষণা প্রত্যাহার করতে হবে। অন্যথায় বাংলাদেশসহ মুসলিম রাষ্ট্রগুলোকে আমেরিকার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.