গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে — ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির
বৃহস্পতিবার সকালে শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু স্কয়ার প্রাঙ্গণের পুকুরপাড়েরর বর্ধিত রাস্তার ঢালাই কাজ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহসান মোঃ কাউসার, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইন, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, জেলা যুবলীগের সহসভাপতি এহছান উল্লাহ্ মাসুদসহ এলাকার ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। কাজে কোন প্রকার গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না।