গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষে ভোট দিন -ইঞ্জিনিয়ার শ্যামল

0 2

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, গণতন্ত্র আজ শৃঙ্খলিত, এখন সময় এসেছে তা পুনরুদ্ধারের। ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার জন্য আরেকবার আপনাদের প্রিয় প্রতিক ধানের শীষে ভোট দিন।
তিনি গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়ায় এক নির্বাচনী সভায় এসব কথা বলেন।
এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আরো বলেন, এই উলচাপাড়ার মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক ছোট বেলার। আমি এখানে ছোট বেলায় খেলাধুলা করে বড় হয়েছি। আজ আমি আপনাদের সন্তান হিসেবে দোয়া চাওয়ার জন্য এসেছি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হকসহ, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ। এ সময় উলচাপাড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন হেলু মিয়া, দারু মাষ্টার, শফিক মাষ্টার, শাহ আলম, শামসু মিয়া, মতি মিয়া, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির, মিয়া হুসেন, অদু মিয়াসহ হাজারো জনগণ। প্রেস বিজ্ঞপ্তি

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares