কোনো আসনে যেনো রাজাকার-আল বদর পরিবারের কেউ বসতে না পারে — মোকতাদির চৌধুরী

0 1

mp 7-3-16

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,একাত্তরের ৭ মার্চের আগুন ঝরা মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কালজয়ী ভাষণে বাঙ্গালী গর্জে উঠেছিলো স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে।এই ভাষণ আজ বিশ্বজয়ী ভাষণ।তিনি আরো বলেন,স্বাধীনতার মাসে আমাদের শপথ নিতে হবে যুদ্ধাপরাধীদের অনুসারী,স্বাধীনতার শত্রুদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া হবে না।সমাজের সর্বস্থরে একাত্তরের পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে।সমাজের কোনো আসনে যেনো রাজাকার-আল বদর পরিবারের কেউ বসতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে।তিনি আরো বলেন,যে সমাজে আমাদের মা-বোন নারীদের ছোট করে দেখা হয় সেই সমাজকে পাল্টে নারী বান্ধব সমাজ প্রতিষ্ঠা করতে হবে।মুক্তিযুদ্ধের চেতনার লোকদের একসাথে নিয়ে ন্যায়-আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।তিনি গতকাল সোমবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামীলীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সহসভাপতি নারী নেত্রী মিসেস নায়ার কবীর,সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন,জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মিসেস মিনারা আলম,জেলা যুবলীগ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন দুলাল,জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ।অনুষ্ঠানে আবৃত্তি করেন জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন।শেষে মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ প্রশাসক সৈয়দ একেএম এমদাদুল বারী।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares