একুশে বই মেলায় বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ঝিলমিল একাডেমী

0 1

21februaryমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ উপলক্ষ্যে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথদত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত একুশে শে বই মেলায় মোমবাতি জালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে ঝিলমিল শিশু-কিশোর একাডেমী ব্রাহ্মণবাড়িয়া। গতকাল বুধবার আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে আলোচনা সভা শেষে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করে বিদ্যুৎ না আসায় এবং বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটরও না থাকায় এসময় একাডেমীর শিল্পীবৃন্দ শব্দযন্ত্র ছাড়াই মঞ্চে মোমবাতি জ্বালিয়ে খালি কন্ঠে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

অনুষ্ঠানের অংশগ্রহণকারী শিশু শিল্পীরা ১৩ টি একক সঙ্গীত ৩টি দলীয় সঙ্গীত, একটি আবৃত্তি ও একটি নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে ঝিলমিল শিশু কিশোর একাডেমীর পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ বলেন হঠাৎ বিদ্যুৎ না থাকা একটি স্বাভাবিক বিষয় কিন্তু এর জন্য বিকল্প কোন ব্যবস্থা না রাখা ছিল অস্বাভাবিক। যেহেতু আমাদের শিশু শিল্পীরা গত কয়েকদিন যাবৎ অনুশীলন করে এসেছে এবং আমাদেরকে অনুষ্ঠান বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ বলে নি তাই আমরা বিদ্যুৎ বিহীন অবস্থায় আমাদের পুরো অনুষ্ঠান উপস্থাপন করেছি।

মোমবাতির আলোয় অনুষ্ঠানটি আমাদের শিশু শিল্পীরা উপভোগ করলেও অনুষ্ঠান আগত অভিভাবক ও দর্শকবৃন্দ এমন অব্যবস্থাপনার বিষয়ে ক্ষোভ জানান। তিনি ভবিষ্যতে এরকম পরিস্থিত মোকাবেলায় সকল আয়োজকদের দৃষ্টি রাখার অনুরোধ জানান।প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares