একই মঞ্চে হেলালউদ্দিন-নায়ার কবির:: সর্বস্তরের পৈরতলাবাসীর ঐক্যবদ্ধ সমর্থন
অবশেষে একই মঞ্চে দেখা গেল মেয়র মো: হেলালউদ্দিন ও নায়ার কবিরকে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলায় মেয়র প্রার্থী নায়ার কবীরের সমর্থনে এক সভায়, পৈরতলা এলাকার সর্বস্তরের এলাকাবাসী দলমত নির্বিশেষে স্বতস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ হয়ে নায়ার কবীরের প্রতি সমর্থন জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসী বিগত সময়ে পৈরতলার প্রার্থীদের পৌরবাসীর সেবা করার জন্য যে সুযোগ দিয়েছেন তার জন্য সভায় পৌরতলাবাসী পৌরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পৌর নির্বাচনে মেয়র পদে নায়ার কবীরকে ভোট দিয়ে নির্বাচিত করার উদাত্ত আহবান জানান। সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে নায়ার কবীরকে নারী প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আগামী দিনে পৌরসভার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পছন্দের এই প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সভায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্তরের রাজনৈতিক সামাজিক সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে নায়ার কবীরের প্রতি সমর্থন ব্যক্ত করেন। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও পৈরতলা গ্রামের কৃতি সন্তান মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মোহাম্মদ ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম খোকন বক্ত¡ব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নায়ার কবীরকে মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছেন, নৌকা প্রতীকের এই প্রার্থীকে নির্বাচিত করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ। নৌকা প্রতীকে ভোট দিয়ে নায়ার কবীরকে নির্বাচিত করার জন্য বক্তারা সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়া বাসীর প্রতি আহবান জানান। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা, আমাদের নেতা মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রতীক নৌকা। তাই আগামী ৫ মার্চ প্রতীক বরাদ্ধের পর থেকে পৌর সভার উন্নয়ন অগ্রগ্রতি পৌরবাসীর কল্যাণের জন্য ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে মেয়র প্রার্থী নায়ার কবীরকে নির্বাচিত করতে সকলকে ভূমিকা রাখতে হবে। এ সময় শুভেচ্ছা বক্তব্যে পৈরতলা গ্রামের কৃতি সন্তান সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের সহধর্মিনী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীর বলেন, আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। আপনারা আমাকে দোয়া ও সহযোগিতা করবেন। ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের সভাপতি ও পৈরতলা গ্রামের কৃতি সন্তান হাজী মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৈরতলা গ্রামের কৃতি সন্তান ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ মিজানুর রেজা, সাবেক পিপি এডঃ মহিউদ্দিন খান মাসুম, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডঃ এনামুল হক হেলাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জায়েদুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক মিয়া, চেম্বারের সাবেক সহ সভাপতি হাজী মোঃ শাহজাহান মিয়া, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন আলাল, হাজী মোঃ ফজলুল হক, মোঃ মজিবুর রহমান, এস এম আলম, মোঃ মতিউর রহমান, মোঃ হাসান মিয়া, মোঃ অলি মিয়া, সাবেক কমিশনার হাজী মাহফজুর রহমান, হরিপদ ভৌমিক দুলাল, বিশিষ্ট মোঃ জব্বর মিয়া, মোঃ আলাল মিয়া, সাবেক কমিশনার আবুল হোসেন শ্যামল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হিরণ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ মিয়া, এডঃ কারুজ্জামান অপু, আমজাদ হোসেন রনি প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ। এ সময় উপস্থিত ছিলেন পৈরতলা গ্রামের কৃতি সন্তান সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা শ্রমিক লীগের সভাপতি এডঃ কাউসার আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডঃ লোকমান হোসেন।
অনেক ভাল।