ই.শা. ছাত্র আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন, সভাপতি আবু হানিফ নোমান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ

0 2

senaইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আয়োজনে বৃহস্পতিবার বার বিকেল ৪ টায় কাজীপাড়া সৈয়দবাড়িতে কমিটি পুনর্গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদর উপজেলা সভাপতি ইউনুছ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. আসাদুল্লাহ মাহবুবের সঞ্জালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ই.শা. ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শেখ ইহ্তেশাম বিল্লাহ আজিজী, বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল। সভা শেষে প্রধান অতিথি নীতিমালা অনুযায়ী ২০১৫ ইং সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ২০১৬ ইং সেশনের সভাপতি হিসেবে মুহাম্মদ আবু হানিফ নোমান, সহ-সভাপতি মু. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মু. আসাদুল্লাহ মাহবুবের নাম ঘোষণা করে তাদের শপথ বাক্য পাঠ করান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares