ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী ফ্রন্টের বিকল্প নেই:: এডঃ ইসলাম উদ্দিন দুলাল

0 2

islamichatra-300x295মানুষ ধমীর্য় রীতি নীতি ও অনুশাসন পরিহার করে মানব গড়া মতবাদে আকৃষ্ট হয়ে বিধাতা প্রদত্ত ঐশী বিধান ভুলে যাওয়ার কারনেই সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে খুন,ঘুম,শিশু হত্যা,অপহরন,নারী ধর্ষন,র্দুর্নীতি ও চাদাবাজীূ প্রকট আকার ধারন করেছে। মানুষ যখন কুরআন সুন্নাহর ভিত্তিতে সমাজ ব্যবস্থা পরিচালিত করিবে,তখনই সমাজের সর্বস্তরে কল্যান ও শান্তি প্রতিষ্টিত হবে, বিধায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী ফ্রন্টের কোন বিকল্প নেই। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মনবাড়ীয়া জেলা শাখার উদ্যোগে ইসল্মাী ফ্রন্টের ২৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব এডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল এ কথা বলেন। গত ২১/১২/২০১৫ইং তারিখে জেলা কার্যায়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জেলা ভারপ্রাপ্ত সভাপতি পীরে তরিকত অধ্যাপক নাজিম উদ্দিন আল ক্বাদেরী সভাপেিতত্ব অনুষ্ঠানে বক্তাগন-কুরআন সুন্নাহর আদর্শের পতাকাবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পতাকাতলে সকলকে সমবেত হওয়ার আহবান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-এডঃ সৈয়দ সাইদুর রহমান আওলাদ, অধ্যাপক গোলাম মাওলা,মুফতি সাইদুর রহমান রেজভী, সায়েদুজ্জামান জাবের,মাওঃআব্বাস উদ্দিন,মিজানুর রহমান,ছাত্রসেনা জেলা সভাতি-ছাত্রনেতা সৈয়দ আবুল বাশার, সাধারন সম্পাদক ছাত্রনেতা মোঃরফিকুল ইসলাম,রেজাউল করিম, সৈয়দ তৌফিকুল ইসলাম,হেলাল উদ্দিন,গোলাপ মিয়া,ইকবাল হোসেন বাবুল, তৈয়ব হোসেন, আল আমীন শাহীনসহ প্রমুখ। প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares