আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগের নেতাকর্মীদের ঝাপিয়ে পড়তে হবে — বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

0 2

nayar25216ডেস্ক ২৪:: ২৫শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আয়োজনে আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট নারীনেত্রী নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ শাহ আলম, জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতান খানম নিশাত, জেলা কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর ছাদেকুর রহমান শরিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া। সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগের নেতাকর্মীদের ঝাপিয়ে পড়তে হবে। তাই এখন থেকেই ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ পৌর এলাকার প্রতি মহল্লায় ছাত্রলীগ কর্মীদের তালিকা তৈরী করে নায়ার কবীরের সমর্থনে ও নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার কাজ চালিয়ে যেতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র প্রার্থী নায়ার কবীর বলেন, আমি সকলের সহযোগিতা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক ডিজিটাল পৌরসভায় রূপান্তর করতে চাই। তিনি আরো বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী আমার সন্তান তুল্য। আমি আসন্ন পৌরসভা নির্বাচনে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের আমার পাশে নিয়ে একযোগে কাজ করতে চাই।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares