আলেমদের সাথে প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক, ক্ষমা চাইলেন বাউল চিশতী, ঢাকার পথে রওয়ানা
আলেমদেরকে নিয়ে বাউল শামছেল হক চিশতী কটুক্তির ঘটনায় থানা হেফাজতে থাকা অবস্থায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আলেমদের বৈঠকের মাধ্যমে বিষয়টির সুরাহা হয়েছে। রাত ১২টা নাগাদ আলোচনা শুরু হলে শাসছেল হক চিশতী উপস্থিত সকলের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। এসময় বাউল চিশতী বলেন, আমি যে ভাবে কথাটি ব্যাখ্যা করতে চেয়েছিলাম সেভাবে তা করতে পারিনি। আমার উপস্থানের ভুল বিষয়টিকে অশোভনীয় করেছে। আমি আপনাদের এলাকার সন্তান। আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমি কিছুদিন পূর্বে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
এসময় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান তাকে ভবিষ্যেতে এসব বিষয়ে সতর্ক ও সংবেদনশীল হওয়ার কথা বলেন।
পরে তিনি মুচলেকা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।