আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদককে অপসারনের দাবীতে গনজাগরন মঞ্চের সংবাদ সম্মেলণ

0 1

br 24-2-16
ব্রাহ্মণবাড়িযার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক মিয়া ও গোকর্ন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত কে দলীয় পদ থেকে অপসারন এবং আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেয়ার দাবীতে সংবাদ সম্মেলণ করেছে ব্রাহ্মণবাড়িয়া গনজাগরন মঞ্চ। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া গনজাগরন মঞ্চের আহ্বায়ক জিয়া কারদার নিয়ন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক মিয়ার পিতা তাইজ উদ্দিন এবং গোকর্ন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতের পিতা অন্তর আলী স্বাধীনতা বিরোধী কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। তাই অভিযোগকারীরা তাদের দল থেকে অপসারন এবং আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেয়ার দাবী জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares