আর্ন্তজাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অংশ নিতে ভারত গেল প্রতিবন্ধী ক্রিকেট দল

0 0

ভারতের ত্রিপুরায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ফিজিক্যালি চ্যালেঞ্জ(শারীরিক প্রতিবন্ধী) ক্রিকেট সিরিজ ২০১৮ বাংলাদেশ বনাম ভারতের জার্সি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের টেংকেরপাড়ে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চ প্রাঙ্গণে জার্সি উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির।এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. জহিরুল ইসলাম ভূইয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট অসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু ,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন, আইডিয়াল রেসিডেন্সীয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সোপানুল ইসলাম সোপান ,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তি খাঁন, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল সহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন।ড্রিম ফর ডিজএ্যাবিলিটি ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় দলটি গতকাল ভারতে গিয়েছে।তাছাড়াও জাতীয় মহিলা প্রতিবন্ধী ক্রিকেট দলের শুভ উদ্বোধন করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares