আব্দুল্লাহ আল্ বাকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
বিশেষ সংবাদদাতা : : ব্রাহ্মণবাড়িয়ার গন মানুষের নেতা, সরকারী কলেজ ছাত্র সংসদের আজীবন সদস্য, এক কালের রাজপথ কাপানো ছাত্রনেতা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনে কারা নির্যাতিত নেতা শিমরাইলকান্দি নিবাসী আব্দুল্লাহ আল্ বাকি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আমিন কমপ্লেক্সে অবস্থিত নিউ ল্যাব হাসপাতালের ২০১ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জেলার সর্বস্তরের মানুষের নিকট জীবন চলার পথে জান-অজানা ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে তাঁর আশু সুস্থতা কামনায় দোয়া প্রার্থণা করেছেন।