আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের মনোনয়নপত্র দাখিল ॥ সকলের নিকট দোয়া কামনা

0 1

nkabirসোমবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন পৌরসভার নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার নিকট আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট নারীনেত্রী নায়ার কবীর মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডঃ আবু তাহের, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ নূর মোহাম্মদ জামাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঞা, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জায়েদুল হক, সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক মিয়া, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আলম তারা দুলিসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিল শেষে রিটানির্ং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে নায়ার কবীর বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হতে চাই। আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই। পরে জেলা ওলামা সমন্বয় পরিষদের নেতা মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের নিকট নায়ার কবীরের বিজয়ের জন্য উপস্থিত সকলকে নিয়ে মোনাজাত করেন। প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares