আওয়ামীলীগ থেকে রাজাকার পুত্রের অপসারণের দাবিতে গণজাগরণ মঞ্চের মানববন্ধন
ডেস্ক ২৪:: নাসিরনগরের হরিপুর গ্রামের রাজাকার তাজুল ইসলামের ছেলে ফারুককে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। রোববার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চের উদ্যোগে এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন চিহ্নিত রাজাকারের সন্তান কোনো দিন আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের সভাপতি পদে থাকতে পারে না।
এতে গণজাগরণ মঞ্চের কয়েকশ কর্মী হাতে বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- গণজাগরণ মঞ্চের আহ্বায়ক জিয়া কার্দার নিয়ন, সাংগঠনিক সম্পাদক মো. হুসাইন আহমদ, সদস্য মুজাহিদুল ইসলাম প্রমুখ।