অস্বাস্থ্যকর পরিবেশের জন্য হোটেল খাওয়া দাওয়াকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে হোটেল খাওয়া দাওয়াকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে ডা. ফরিদুল হুদা রোডে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন জানান, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য হোটেল খাওয়া দাওয়াকে জরিমানা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১ টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।