অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে ২নং পুলিশ ফাড়ির টিএসআই কাশেম ক্লোজড
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবুল কাশেমেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সম্প্রতি বাগানবাড়ি এলাকা থেকে ভয়-ভিতি দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ এবং গত ১২ জানুয়ারি তান্ডবের ঘটনার সাথে স্থানীয় এক যুবলীগ নেতাকে বিএনপি জামাতের কর্মী হিসেবে গ্রেপ্তার করার অভিযোগ আনা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, টিএসআই আবুল কাশেমের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযোক্ত করেন।