ত্রিপুরার বামুটিয়া ঢাক প্রতিযোগিতি অনুষ্টিত
মোহাম্মদ মাসুদ,। বামুটিয়া গৈরিক যুব সমাজ অয়োজিত ঢাক প্রতিযোগিতা অনুষ্টিত হয়। গতকাল ৪ঠা নভেম্বর ত্রীপুরার, আগরতলার বামূটিয়া দূর্গাবাড়ি বাজার এলাকায় ১২টা থেকে শুরু হয়। সারাদিন রাজ্যব্যাপি অনুষ্টানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ত্রীপুরার বিধান সভার স্পীকার রেবতী মোহন দাস, ত্রীপুরার-মূখ্যমত্রী যীশনু দেব বর্মা। বিশেষ অতিথি ও ঢাক প্রতিযোগিতার আয়োজক বামুটিয়া -৩ বিদায়ক কৃষ্ণ ধন দাস, স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক কাজল দেব।
ঢাক প্রতিযোগিতায় এ পযর্ন্ত প্রায় অর্ধশত দল অংশগ্রহন করেন।প্রধান অতিথি বলেন ঢাক বাজালে আমার মার কথা মনে পড়ে তাই ঢাক প্রতিযোগিতা অনুষ্টানে এসে আমি আনন্দিত। আমি এ বামূটিয়া গৈরিক যুব সমাজ ও বামুটিয়া বিদায়ক ৩ কৃষ্ণ ধন দাসকে ধন্যবাদ জানায় ।