এ বছর হজে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ১০ হাজার জন: সৌদি হজ মন্ত্রী
এবছর সর্বোচ্চ দশ হাজার মুসল্লি হজ পালন করতে পারবেন। সীমিত পরিসরে হজের কথা ঘোষণার এক দিনের মধ্যে সংখ্যাও নির্ধারণ করে দিয়েছে সৌদি সরকার।
আগেই নিশ্চিত করা হয়েছিলো বাইরের দেশ থেকে গিয়ে কেউ হজ পালন করতে পারবেন না। সৌদি হজ মন্ত্রী মোহাম্মদ বেনতেন জানিয়েছেন, সংখ্যাটা দশ হাজারের কাছাকাছি থাকবে। তবে খুব বেশি বা কম হবে না।
যে কেউ চাইলেই হজে অংশ নিতে পারবেন না। ৬৫ বছরের বেশি বয়সী বা দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা হজ করতে পারবেন না। পাশাপাশি করোনা পরীক্ষার পর সামাজিক দূরুত্ব নিশ্চিত করার কথাও জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।